Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
উপজেলা সমাজসেবা কার্যালয়, রাজস্থলি, রাঙ্গামাটি কর্তৃক ৩০০০০০ টাকা ক্ষুদ্রঋণ বিতরণ
বিস্তারিত
  • অদ্য ১১/০১/২০২১ খ্রি: তারিখে রমতিয়া ছাগলখাইয়া গ্রামের ১০জন পুরুষ-মহিলার মধ্যে পল্লী সমাজসেবা কার্যক্রমের (আরএসএস) আওতায় ৩০০০০০(তিন লক্ষ টাকা )  বিতরণ করা হয়। এটি ছিল ঐ গ্রামের দ্বিতীয় পূণ:বিনিয়োগ। ঋণ সুবিধা গ্রহণকারীর মধ্যে ছিল ০৪ জন পুুরুষ ও ০৬ জন মহিলা। এদের প্রত্যেককে জনপ্রতি ৩০০০০ (ত্রিশ হাজার টাকা) করে সর্বমোট ৩০০০০০(তিন লক্ষ টাকা) প্রদান করা হয়। ঋণ গ্রহনকারীরা হলেন সুমিরণ তনচইগ্যা, লক্ষী দাশ, সন্তোষ তনচইগ্যা, রীতা তনচইগ্যা, শৈলী তনচইগ্যা, বাবুল কান্তি দে, প্রেরণা তণচইগ্যা, শিলা বড়ুয়া, তমা নায়েক এবং উত্তম তনচইগ্যা। এরা গাভী পালন, ছাগল পালন, পানের ক্ষেত তৈরী এবং  ক্ষুদ্র  ব্যবসা  প্রতিষ্ঠার জন্য  ঋণগুলো  গ্রহণ  করেন। ঋণগ্রহীতাদের প্রত্যেকের মাঝে চেক ‍তুলে দেন উপজেলা সমাজসেবা অফিসার মো: জিয়া উদ্দীন। উল্লেখ্য এ ক্ষুদ্রঋণ মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমান ১৯৭৪ সালে প্রবর্তন করেন।
ডাউনলোড
প্রকাশের তারিখ
11/01/2022
আর্কাইভ তারিখ
28/02/2022