বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সমগ্র দেশব্যাপী ( কামার, কুমার, নাপিত, বাঁশর ও বেত প্রস্তুতকারক, কাঁসা/পিতল প্রস্তুতকারী, নকশীকাথা প্রস্তুতকারী, জুতা মেরামতকারী, লোকশিল্প(ভাউয়াইয়া, ভাটিয়ালী, শীতল পাটি, বা সমজাতীয় শিল্প ) তে সম্পৃক্ত লোকদের অনলাইনে জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে। উক্ত কাযক্রমের অংশ হিসাবে বাঙ্গালহালিয়া বাজার ও আশপাশ এলাকায় প্রান্তিক জনগোষ্ঠী জরিপ অনুষ্ঠিত হয়। কাযক্রমটি পরিচালনা করেন ইউনিয়ন সমাজকর্মী উদয় রবি চাকমা। তিনি সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সশরীরে তথ্য সংগ্রহ ও লিপিবদ্ধ করেন। এত প্রায় ১৪ জন কর্মকার ও ০৫ জন নাপিত ও ০১ জন বাঁশ বেত প্রস্তুতকারক পাওয়া যায়। কাযক্রমটি আগামী ১৫-১০-২০২১ ইং তারিখ পর্যন্ত চলবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস