Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বাঙ্গালহালিয়া ইউনিয়নে প্রান্তিক জরিপ অনুষ্ঠিত
বিস্তারিত

বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য  সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সমগ্র দেশব্যাপী ( কামার, কুমার, নাপিত, বাঁশর ও বেত প্রস্তুতকারক, কাঁসা/পিতল প্রস্তুতকারী, নকশীকাথা প্রস্তুতকারী, জুতা মেরামতকারী, লোকশিল্প(ভাউয়াইয়া, ভাটিয়ালী, শীতল পাটি, বা সমজাতীয় শিল্প ) তে সম্পৃক্ত লোকদের অনলাইনে জরিপ কার্যক্রম শুরু করা হয়েছে। উক্ত কাযক্রমের অংশ হিসাবে বাঙ্গালহালিয়া বাজার ও আশপাশ এলাকায় প্রান্তিক জনগোষ্ঠী জরিপ অনুষ্ঠিত হয়। কাযক্রমটি পরিচালনা করেন ইউনিয়ন সমাজকর্মী উদয় রবি চাকমা। তিনি সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক সশরীরে তথ্য সংগ্রহ ও লিপিবদ্ধ করেন। এত প্রায় ১৪ জন কর্মকার ও ০৫ জন নাপিত ও ০১ জন বাঁশ বেত প্রস্তুতকারক পাওয়া যায়। কাযক্রমটি আগামী ১৫-১০-২০২১ ইং তারিখ পর্যন্ত চলবে।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/10/2021
আর্কাইভ তারিখ
31/10/2021