আজ সকাল ১০.০০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হতে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বরাদ্দকৃত ৫০০০০ টাকা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব শান্তনু কুমার দাশ মহোদয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ, উপজেলা মৎস অফিসার, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার নিজ হাতে প্রত্যেক প্রতিবন্ধিকে ১০০০টাকা করে ৫০ জন প্রতিবন্ধিকে মোট ৫০০০০টাকা প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস